একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে?
A ৩৬০°
B ৩০০°
C ১৮০°
D ৩০°
Solution
Correct Answer: Option A
চাকাটি ৬০ সেকেন্ডে ঘোরে = ১২ বার
∴ চাকাটি ১ সেকেন্ডে ঘোরে = ১২/৬০ বার
∴ চাকাটি ৫ সেকেন্ডে ঘোরে = (১২ × ৫)/৬০ বার
= ১ বার
অর্থাৎ চাকা বৃত্তের ব্যাস।
তাই চাকার পরিধির সমান ঘোরবে ১ বারে যা হবে ৩৬০°
∴ চাকাটি ৩৬০° ঘোরবে।