‘শশব্যস্ত’ শব্দটি কোন সমাস?

A তৎপুরুষ

B দ্বিগু

C কর্মধারয়

D বহুব্রীহি

Solution

Correct Answer: Option C

- বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয় ,তাকেই কর্মধারয় সমাস বলে।
- কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান ।
- সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় ,তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। এতে একটি বিশেষ্য পদ ও অপরটি বিশেষণ থাকে ।
- যেমনঃ শশকের ন্যায় ব্যস্ত =শশব্যস্ত । প্রদত্ত উদাহরণে শশক '(খরগোশ ) বিশেষ্য পদ এবং 'ব্যস্ত ' বিশেষণ পদ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions