Solution
Correct Answer: Option D
- বাংলা ভাষায় ধ্বনির প্রতীক বা চিহ্নকে বর্ণ বলে।
- বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা ৫০টি।
- এর মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি, অর্ধমাত্রাযুক্ত বর্ণ ৮টি এবং পূর্ণমাত্রাযুক্ত বর্ণ ৩২টি।
- বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী, ভাষায় ব্যবহৃত বর্ণগুলোকে একত্রে বর্ণমালা বলা হয়।
• উদাহরণ:
- স্বরবর্ণ: অ, আ, ই, ঈ... (মোট ১১টি)।
- ব্যঞ্জনবর্ণ: ক, খ, গ, ঘ... (মোট ৩৯টি)।