ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
A আর্থার বেল ফোর
B মেনোটেম বেগিন
C থিয়োডোর হার্জেল
D ব্যারন এডমন্ড
Solution
Correct Answer: Option C
- থিয়োডোর হার্জেল ছিলেন অস্ট্রিয়া-হাঙ্গেরির একজন ইহুদি সাংবাদিক ও লেখক। তিনি বেঞ্জামিন জে’ইভ হার্জল হিসেবে জন্মগ্রহণ করেন।
- তাকে আধুনিক ইহুদি রাজনীতির জনক এবং ইসরায়েল রাষ্ট্রের জনক হিসেবে বিবেচনা করা হয়।