'Romeo and Juliet' is a famous _______ by William Shakespeare.
Solution
Correct Answer: Option A
- 'Romeo and Juliet' উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক।
- এই নাটকে রোমিও এবং জুলিয়েট নামক দুইজন তরুণ-তরুণীর ভালোবাসা এবং তাদের করুণ পরিণতির গল্প বলা হয়েছে।
- নাটকটিতে প্রধান দুটি চরিত্রের মৃত্যু ঘটে, যা শেক্সপিয়ারের ট্র্যাজেডির প্রধান বৈশিষ্ট্য।
- উইলিয়াম শেক্সপিয়ার কমেডি, হিস্ট্রি এবং ট্র্যাজেডি—এই তিন ধরনের নাটকই লিখেছেন, তবে 'Romeo and Juliet' তার বিখ্যাত ট্র্যাজেডিগুলোর মধ্যে অন্যতম।