শের-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হক জন্মগ্রহন করেন -

A ১৮৭০ সালে

B ১৮৭৩ সালে

C ১৮৭৬ সালে

D ১৮৯৫ সালে

Solution

Correct Answer: Option B

- শের-ই বাংলা এ কে ফজলুল হক ২৬ অক্টোবর, ১৮৭৩ সালে বরিশাল জেলার রাজাপুর থানার সাতুড়িয়া গ্রামে মিষ্ণাবাড়িতে জন্মগ্রহণ করেন।
- তার আদি পৈতৃক নিবাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।
- তিনি একাধারে আইনজীবী, লেখক এবং সংসদ সদস্য।
- তিনি রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শের-ই- বাংগাল এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন।
- তিনি রাজনৈতিক অনেক পদে দায়িত্ব পালন করেন।

- এরমধ্যে কলকাতার মেয়র (১৯৩৫);
- অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭-১৯৪৩);
- পূর্ব বঙ্গের মুখ্যমন্ত্রী (১৯৫৪);
- পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫);
- পূর্ব পাকিস্তানের গর্ভনর (১৯৫৬-১৯৫৮) ইত্যাদি।

- ২৭ এপ্রিল, ১৯৬২ সালে তিনি মৃত্যুবরণ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions