কৃত্রিম বন 'মিয়াওয়াকি ফরেস্ট' তৈরির ধারণার প্রবক্তা কে?
Solution
Correct Answer: Option C
- 'মিয়াওয়াকি ফরেস্ট' হলো একটি কৃত্রিম বনায়ন পদ্ধতি, যার মাধ্যমে স্বল্প জায়গায় প্রাকৃতিক ও স্থানীয় উদ্ভিদ ব্যবহার করে দ্রুত বন তৈরি করা যায়।
- এই অভিনব ধারণার প্রবর্তক হলেন খ্যাতনামা জাপানি উদ্ভিদ বিজ্ঞানী আকিরা মিয়াওয়াকি (Akira Miyawaki)।
- এই পদ্ধতিতে কেবল সেই অঞ্চলের স্থানীয় প্রজাতির গাছপালা লাগানোর ওপর জোর দেওয়া হয়, যা ওই নির্দিষ্ট পরিবেশের সঙ্গে প্রাকৃতিকভাবে মানিয়ে নিতে সক্ষম।
- মিয়াওয়াকি পদ্ধতিতে গাছগুলো সাধারণ বনায়নের চেয়ে অনেক বেশি ঘনত্বে রোপণ করা হয়, যার ফলে গাছগুলো একে অপরের সাথে সূর্যালোক পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে দ্রুত ওপরের দিকে বৃদ্ধি পায়।
- সাধারণ বন প্রাকৃতিকভাবে গড়ে উঠতে যেখানে কয়েকশ বছর সময় নেয়, সেখানে এই পদ্ধতিতে মাত্র ১০ থেকে ২০ বছরের মধ্যেই একটি পূর্ণাঙ্গ বনের কাঠামো তৈরি করা সম্ভব।
- এই ধরনের বন শহরের জীববৈচিত্র্য রক্ষা, কার্বন শোষণ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।