Solution
Correct Answer: Option C
- যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে তাকে বিদ্যুৎ সুপরিবাহী বলে এবং বিদ্যুৎ পরিবহনের এই ধর্মকে বিদ্যুৎ পরিবাহিতা বলে।
- পরিবাহীর ক্ষেত্রে যার রোধ যত কম, তার ভিতর দিয়ে বিদ্যুৎ তত সহজে প্রবাহিত হতে পারে অর্থাৎ তার বিদ্যুৎ পরিবাহিতা তত বেশি।
- সব ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সমান নয়, ধাতুর মধ্যে রুপা বা সিলভারের বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি কারণ এর রোধ অন্যান্য ধাতুর তুলনায় সবচেয়ে কম।
- যদিও রুপা সেরা পরিবাহী, কিন্তু এটি অত্যন্ত দামী হওয়ায় বৈদ্যুতিক তার তৈরিতে সাধারণত তামা বা কপার ব্যবহৃত হয় যা রুপার পরেই দ্বিতীয় সর্বোচ্চ পরিবাহী।
- বিদ্যুৎ পরিবাহিতার ক্রম অনুসারে ধাতুগুলো হলো: রুপা > তামা > সোনা > অ্যালুমিনিয়াম > দস্তা > নিকেল > পিতল ইত্যাদি।