সিলিং ফ্যানের Capacitor কোন্ কয়েলের সথে সংযুক্ত করতে হবে?

A running coil এর সাথে

B Starting coil এর সাথে

C উভয়ের সাথে

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

- সাধারণত সিঙ্গেল ফেজ মটরে দুটি উইন্ডিং বা কয়েল থাকে, যার একটিকে রানিং কয়েল এবং অন্যটিকে স্টার্টিং কয়েল বলা হয়।
- সিলিং ফ্যান ঘোরানোর জন্য প্রয়োজনীয় স্টার্টিং টর্ক তৈরি করতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়।
- এই ক্যাপাসিটরটি সব সময় ফ্যানের স্টার্টিং কয়েলের (Starting coil) সাথে সিরিজে বা শ্রেণিতে সংযুক্ত করা হয়।
- ক্যাপাসিটর ফেজ শিফটিং-এর মাধ্যমে স্টার্টিং কয়েলে বিদ্যুৎ প্রবাহে পার্থক্য তৈরি করে, যার ফলে ফ্যানটি ঘুরতে শুরু করে।
- রানিং কয়েল ফ্যানটিকে অবিরাম ঘুরতে সাহায্য করে, কিন্তু প্রাথমিক ঘূর্ণন গতির জন্য স্টার্টিং কয়েল ও ক্যাপাসিটর অপরিহার্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions