BNBC (Bangladesh National Building Code)-এর সুপারিশ অনুযায়ী 7-12 floor বিশিষ্ট অফিস ভবনে কত speed এর Lift স্থাপন করতে হবে?

A 1-1.5 m/sec

B 1.5-2 m/sec

C 2-2.5 m/sec

D 3-3.5 m/sec

Solution

Correct Answer: Option A

- BNBC (Bangladesh National Building Code)-এর নির্দেশিকা অনুযায়ী ভবনের উচ্চতা ও ব্যবহারের ওপর ভিত্তি করে লিফটের গতি নির্ধারণ করা হয়।
- ৭ থেকে ১২ তলা বিশিষ্ট অফিস ভবনের জন্য সুপারিশকৃত লিফটের গতি হলো ১.০ থেকে ১.৫ মিটার/সেকেন্ড
- ভবনের উচ্চতা বাড়লে লিফটের গতিও আনুপাতিক হারে বাড়ানো হয় যাতে যাতায়াতের সময় কম লাগে।
- সাধারণত ৬ তলা পর্যন্ত ভবনের জন্য ০.৫-১.০ মি/সেকেন্ড গতি যথেষ্ট বলে ধরা হয়।
- ১২ তলার উপরে বা উচ্চতর ভবনের ক্ষেত্রে (যেমন ১৩-২০ তলা) লিফটের গতি সাধারণত ১.৫মি/সেকেন্ড বা তার বেশি হওয়া প্রয়োজন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions