দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম দৈর্ঘ্য কোন রঙের?

A লাল

B কালো

C সাদা

D বেগুনী

Solution

Correct Answer: Option D

- তড়িৎ চুম্বকীয় বর্ণালির সেই অংশ যা মানুষের চোখে দৃশ্যমান অর্থাৎ 4 x 10 - 7 m হতে 7 x 10 - 7 m পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য সীমার তড়িৎ চুম্বকীয় বিকিরণকে দৃশ্যমান আলাে বলে। 

- আলােকের বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য।

দৃশ্যমান আলাের তরঙ্গ দৈর্ঘ্যের উর্ধ্বক্রম -

Violet (বেগুনি) < Indigo (নীল) < Blue (আসমানী) < Green (সবুজ) < Yellow (হলুদ) < Orange (কমলা) < Red (লাল)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions