A ২০২৬ পুরুষ টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের অফিশিয়াল বলের নাম
B ২০২৬ বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল বলের নাম
C ২০২৬ এশিয়ান গেমসের মুন লোগোর নাম
D কোনটি নয়
Solution
Correct Answer: Option B
- ‘ট্রয়োকো’ (Troco) হলো ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল বলের নাম।
- ২০২৬ সালে অনুষ্ঠিতব্য ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবল যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
- এই তিনটি দেশের নাম অনুসারে এই বলটির নামকরণ করা হয়েছে 'ট্রয়োকো' যা মূলত Try (তিন) এবং Locomotion (গতি) শব্দের সমন্বয়ে গঠিত।
- ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মত ৪৮টি দেশ অংশগ্রহণ করবে, যা ইতিপূর্বে ছিল ৩২টি।
- এই বিশেষ বলটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, যা খেলার গতি এবং খেলোয়াড়দের নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।