Solution
Correct Answer: Option D
- ডোমিনিয়ন বা অধিরাজ্য বলতে বোঝায় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ কিন্তু স্বায়ত্তশাসিত রাষ্ট্রসমূহকে।
- অতীতে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ভারত ও পাকিস্তান (১৯৪৭-১৯৫০ ও ১৯৫৬ পর্যন্ত) ডোমিনিয়ন মর্যাদায় ছিল।
- বর্তমান বিশ্বে 'ডোমিনিয়ন' রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই, এখন এই দেশগুলো ‘কমনওয়েলথ রিয়েল্ম’ (Commonwealth realm) হিসেবে পরিচিত।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে পাকিস্তান অতীতে ডোমিনিয়ন থাকলেও বর্তমানে এটি একটি স্বাধীন প্রজাতন্ত্র, তাই এটি এখন আর ডোমিনিয়ন নয়।
- ভুটান ও থাইল্যান্ড কখনোই ব্রিটিশ ডোমিনিয়ন ছিল না, বরং এগুলো স্বাধীন রাজতন্ত্র।
- যেহেতু বর্তমানে কোনো ডোমিনিয়ন রাষ্ট্র নেই, তাই সঠিক উত্তর ‘কোনটি নয়’।