Solution
Correct Answer: Option D
- পূর্ব তিমুর আসিয়ান বা 'দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা' এর ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দেওয়ার স্বীকৃতি পেয়েছে।
- ২০২২ সালের নভেম্বর মাসে কম্বোডিয়ায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে সংস্থাটির নেতারা নীতিগতভাবে পূর্ব তিমুরকে ১১তম সদস্য হিসেবে মেনে নিতে সম্মত হন।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশ নিয়ে ১৯৬৭ সালের ৮ আগস্ট ASEAN বা Association of Southeast Asian Nations গঠিত হয়।
- এই সংস্থার আগে ১০টি সদস্য দেশ ছিল: ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
- পূর্ব তিমুর ২০০২ সালে স্বাধীনতা লাভ করার পর থেকেই আসিয়ানের সদস্য হওয়ার জন্য চেষ্টা করে আসছিল।