Solution
Correct Answer: Option C
- যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে অঘোষ ধ্বনি (voiceless/unvoiced sound) বলে। স্বরতন্ত্রী অনুরণিত না হওয়ার ফলে গাম্ভীর্য কম থাকে এবং উচ্চারণ কিছুটা মৃদু হয়।
- বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণগুলো এবং শ, ষ, স - এইগুলো অঘোষ ব্যঞ্জন।
- অন্যদিকে, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে ঘোষ ধ্বনি (voiced sound) বলে। বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণগুলো ঘোষ ব্যঞ্জন।
• উদাহরণ:
ক-বর্গের বর্ণগুলো খেয়াল করলে দেখা যায়—
- ক, খ (বর্গের ১ম ও ২য় বর্ণ) → অঘোষ ব্যঞ্জন
- গ, ঘ, ঙ (বর্গের ৩য়, ৪র্থ ও ৫ম বর্ণ) → ঘোষ ব্যঞ্জন
একইভাবে চ, ছ; ট, ঠ; ত, থ; প, ফ হলো অঘোষ ব্যঞ্জন।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- অপশন ১ (ঙ, হ): ‘ঙ’ হলো ক-বর্গের ৫ম বর্ণ এবং ‘হ’ উষ্ম বর্ণ, এই দুইটিতেই স্বরতন্ত্রী অনুরণিত হয়। তাই এগুলো ঘোষ ব্যঞ্জন।
- অপশন ২ (ড, ম): ‘ড’ (ট-বর্গের ৩য়) এবং ‘ম’ (প-বর্গের ৫ম) উভয়ই বর্গের শেষের দিকের বর্ণ, যা স্বরতন্ত্রীর কম্পনসহ উচ্চারিত হয়। তাই এরাও ঘোষ ব্যঞ্জন।