Solution
Correct Answer: Option D
'জাগ্রত ধরিত্রী' জীবনানন্দ দাশের রচিত কোনো কাব্যগ্রন্থ নয়, এটি কবি সুকান্ত ভট্টাচার্য রচিত একটি বিখ্যাত কবিতা, যা তাঁর 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত। বাকি তিনটি অপশনই জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ।
জীবনানন্দ দাশ আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর 'চিত্ররূপময় কবি' বলে অভিহিত করেছেন এবং বুদ্ধদেব বসু তাকে 'নির্জনতম কবি' বলেছেন।
প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
- জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম 'ঝরা পালক' (১৯২৭)।
- তাঁর মৃত্যুর পর প্রকাশিত এবং অত্যন্ত জনপ্রিয় কাব্যগ্রন্থ হলো 'রূপসী বাংলা'।
- তিনি ছিলেন রবীন্দ্র-পরবর্তী যুগের আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ।
• জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থঃ
- ঝরা পালক (১৯২৭),
- ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬),
- বনলতা সেন (১৯৪২),
- মহাপৃথিবী (১৯৪৪),
- সাতটি তারার তিমির (১৯৪৮),
- রূপসী বাংলা (১৯৫৭),
- বেলা অবেলা কালবেলা (১৯৬১)।
• বিভ্রান্তিকর হতে পারে এমন তথ্যঃ
- 'জাগ্রত ধরিত্রী' নামে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য-এর একটি বিখ্যাত কবিতা। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থগুলো হলো— ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস ইত্যাদি।