এক মুহূর্ত দিয়ে বোঝানো হয়
A কিছু সময়কে
B কয়েক সেকেণ্ডকে
C দিনরাতের ত্রিশ ভাগের এক ভাগ সময়কে
D চোখের এক-পলক
Solution
Correct Answer: Option C
- সাধারণ অর্থে 'মুহূর্ত' বলতে আমরা খুব অল্প সময়কে বুঝলেও প্রাচীন ভারতীয় বা জ্যোতির্বিদ্যার হিসাবে এর সুনির্দিষ্ট পরিমাপ রয়েছে।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও প্রাচীন সময় গণনার রীতি অনুযায়ী, দিবা ও রাত্রের ত্রিশ ভাগের এক ভাগ সময়কে এক মুহূর্ত বলা হয়।
- এই হিসাবে এক মুহূর্ত সমান ৪৮ মিনিট। অর্থাৎ ২৪ ঘণ্টা বা ১৪৪০ মিনিটকে ৩০ দিয়ে ভাগ করলে ৪৮ মিনিট পাওয়া যায়।