Solution
Correct Answer: Option B
- Man is mortal বাক্যটি একটি চিরন্তন সত্য বা Universal Truth, যার অর্থ হচ্ছে মানুষ মরণশীল।
- ট্রান্সফরমেশনের নিয়ম অনুযায়ী, চিরন্তন সত্যবাচক affirmative বা পজিটিভ বাক্যকে negative বা নেগেটিভ করতে হলে বাক্যটির অর্থের পরিবর্তন না করে বিপরীতার্থক শব্দ ব্যবহার করতে হয়।
- এই বাক্যে Mortal (মরণশীল)-এর বিপরীতার্থক শব্দ হলো Immortal (অমর)।
- তাই বাক্যটিকে নেগেটিভ করার জন্য No man is immortal (অর্থাৎ কোনো মানুষই অমর নয়) ব্যবহার করাই সঠিক, কারণ এটি বাক্যের মূল ভাব অক্ষুণ্ন রাখে।
- অন্যান্য অপশনগুলো বাক্যের প্রকৃত অর্থ বা ব্যাকরণগত শুদ্ধতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।