গড়াই নদী উৎপত্তি হয়েছে

A মধুমতি থেকে

B যমুনা থেকে

C পদ্মা থেকে

D আড়িয়াল খাঁ থেকে

Solution

Correct Answer: Option C

- গড়াই বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী।
- বাংলাদেশের কুষ্টিয়া জেলার তালবাড়িয়া নামক স্থানে পদ্মা নদী থেকে গড়াই নদীর উৎপত্তি হয়েছে।
- এটি মূলত পদ্মার একটি প্রধান শাখা নদী এবং গঙ্গা-পদ্মা নদীপ্রবাহের অংশ।
- নদীটি কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুর জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে মধুমতী নাম ধারণ করেছে।
- গড়াই-মধুমতী নদী সুন্দরবনের কাছে বলেশ্বর নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions