বাংলাদেশ সেনা বাহিনীর কর্নেল পদটি বিমান বাহিনীর কোন পদের সমান বলে ধরা হয়?
Solution
Correct Answer: Option B
- বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিনটি শাখার (সেনা, নৌ ও বিমান) পদমর্যাদা বা র্যাঙ্ক একে অপরের সাথে তুলনীয়।
- বাংলাদেশ সেনাবাহিনীর 'কর্নেল' (Colonel) পদটি বাংলাদেশ বিমান বাহিনীর 'গ্রুপ ক্যাপ্টেন' (Group Captain) পদের সমতুল্য।
- একইভাবে এই পদটি বাংলাদেশ নৌবাহিনীর 'ক্যাপ্টেন' (Captain) পদের সমান হিসেবে গণ্য হয়।
- সেনাবাহিনীর লেফট্যানেন্ট কর্নেল পদটি বিমান বাহিনীর উইং কমান্ডার এবং নৌবাহিনীর কমান্ডার পদের সমান।
- অন্যদিকে, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদটি বিমান বাহিনীর এয়ার কমোডর পদের সমতুল্য।