ভলিবল খেলায় একটি দল প্রতি সেটে কত বার টাইমড আউট নিতে পারবে?
A ৩বার
B ২বার
C ৪বার
D ১বার
Solution
Correct Answer: Option B
- ভলিবল খেলা দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
- প্রতি দলে ১২ জন খেলোয়াড় থাকে।
- আন্তর্জাতিক ভলিবল খেলায় ৫টি সেটে খেলা হয়।
- উভয় দল প্রতি সেটে সর্বাধিক ২ বার ৩০ সেকেন্ড করে 'টাইম আউট বা বিরতি' নিতে পারবে।
- এই সময় উভয় দলের খেলোয়াড়কে মাঠের বাইরে আসতে হবে।