প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিপিএটিসিতে প্রতিদিন প্রশিক্ষণের শুরুতে জাতীয় সংগীত বাজানো হয়; বিধির আলোকে মন্তব্য করুন
Solution
Correct Answer: Option A
- 'বাংলাদেশের জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক' সংক্রান্ত ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ (The Bangladesh National Anthem, Flag and Emblem Order, 1972) এবং পরবর্তীতে প্রণীত বিধিমালা (Rules) অনুযায়ী জাতীয় সংগীত পরিবেশনের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে।
- এই বিধিমালা অনুসারে, কোনো সরকারি বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে এবং কোনো শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের দিনের কার্যক্রম শুরুর সময় জাতীয় সংগীত বাজানো বিধিসম্মত।
- যেহেতু বিপিএটিসি (BPATC) একটি শীর্ষস্থানীয় সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, তাই সেখানে প্রতিদিনের প্রশিক্ষণের শুরুতে জাতীয় সংগীত বাজানো বিধির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
- ১৯৭২ সালের ১২ জানুয়ারি মন্ত্রীসভার প্রথম বৈঠকে ‘আমার সোনার বাংলা’ গানটির প্রথম দশ লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়, যার রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
- বিধি অনুযায়ী, সাধারণত কোনো অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের প্রথম ৪ চরণ (instrmental/যন্ত্রসঙ্গীত) বাজানো হয়ে থাকে, তবে কণ্ঠসঙ্গীত হিসেবে গাইলে প্রথম ১০ লাইন গাওয়া হয়।