রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছাড়া আর কোন ভাষায় গান লিখেছেন?
Solution
Correct Answer: Option B
- অক্ষয়চন্দ্র সরকার ও সারদাচরণ মিত্র সম্পাদিত মধ্যযুগীয় মৈখিলি ভাষায় রচিত 'প্রাচীন কাব্য সংগ্রহ' গ্রন্থের কবিতাগুলো রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিল।
- অক্ষয়চন্দ্র সরকারের কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর টমাস চ্যাটার্টন নামক জনৈক বালক কবির কথা শুনেছিলেন, যিনি প্রাচীন কবিদের অনুকরণে কবিতা লিখতেন।
- পরবর্তীতে চ্যাটার্টনের আদর্শে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবুলি ভাষায় গীতিকাব্য সংকলন 'ভানুসিংহ ঠাকুরের পদাবলি' (১৮৮৪) রচনা করেন।
- এ কাব্যের পদগুলি এক ধরনের গান।
- এ গীতিকাব্য সংকলনের বিখ্যাত পঙ্ক্তি/গান- 'মরণরে, / তুঁহু মম শ্যাম সমান! / মেঘ বরণ তুঝ, মেঘ জটাজুট, / রক্ত কমল কর, রক্ত অধর-পুট, / তাপ-বিমোচন করুণ কোর তব, / মৃত্যু অমৃত করে দান! / তুহু মম শ্যাম সমান।'
উল্লেখ্য,
- রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা সাহিত্যের একমাত্র পদাবলি সাহিত্যের রচয়িতা।
- তিনি কাব্যটি উৎসর্গ করেন কাদম্বরী দেবীকে।