১ অশ্ব শক্তি শক্তি (HP): = কত?

A ১০০ ওয়াট

B ৭৬৪ ওয়াট

C ৭৪৬ ওয়াট

D ৬৭৪ ওয়াট

Solution

Correct Answer: Option C

- অশ্বশক্তি বা হর্সপাওয়ার (Horsepower - HP) হলো ক্ষমতা বা শক্তি পরিমাপের একটি একক।
- ১ অশ্বশক্তি ৭৪৬ ওয়াট (746 Watts) -এর সমান।
- এই এককের ধারণা সর্বপ্রথম উপস্থাপন করেছিলেন বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট
- ইঞ্জিনের ক্ষমতার সাথে ঘোড়ার ক্ষমতার তুলনা করার জন্য তিনি এই এককটি চালু করেছিলেন।
- বৈজ্ঞানিক পরিভাষায়, প্রতি সেকেন্ডে ৫৫০ পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষজ বলের বিপরীতে এক ফুট উপরে তোলার ক্ষমতাকে ১ অশ্বশক্তি বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions