স্বাধীনতার পূর্বে ১৯৭১ সালে ২৬ ফেব্রুয়ারি কোন বাঙ্গালী ক্রিকেটার জয়বাংলা স্টিকার ব্যাটে লাগিয়ে খেলে প্রতিবাদ করেছিলেন?
A প্রতাপ শংকর হাজরা
B রকিবুল হাসান
C আলতাফ হোসেন
D সালাহ উদির
Solution
Correct Answer: Option B
২৬ ফেব্রুয়ারি, ১৯৭১ সালে ঢাকায় শুরু হওয়া কমনওয়েলথ একাদশ বনাম পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (পিসিসিবি) নির্বাচিত একাদশের বিপক্ষে বেসরকারি টেস্ট ম্যাচে বাঙালি ক্রিকেটার রকিবুল হাসান ব্যাটে 'জয় বাংলা' লেখা স্টিকার লাগিয়ে বাঙালি জাতির স্বাধীনতার আকুতি জানিয়ে প্রতিবাদ করেন।