Solution
Correct Answer: Option B
কিছু ব্যঞ্জন সন্ধি যেগুলো কোন নিয়ম মানে না সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন বলে।
বৃহস্পতি = বৃহৎ + পতি
বনস্পতি = বন + পতি
পরস্পর = পর + পর
তস্কর = তৎ + কর
একাদশ = এক + দশ
ষোড়শ = ষট + দশ
গোস্পদ = গো + পদ
মনীষা = মনস + ঈষা
আশ্চর্য = আ + চর্য
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
দ্যুলোক = দিব + লোক।