Who wrote the poem 'The Love Song of J. Alfred Prufrock' ?
Solution
Correct Answer: Option D
- The Love Song of J. Alfred Prufrock (1915) হলো আমেরিকান বংশোদ্ভূত বিংশ শতাব্দীর অন্যতম প্রতিভাশালী ব্রিটিশ কবি T. S. Eliot এর একটি বিখ্যাত কবিতা।
- Eliot এই কবিতাটিতে Prufrock নামক মধ্যবয়স্ক, টিংটিঙ্গে শরীরের এক টেকো চরিত্র অংকন করেছেন যিনি সর্বদা দ্বিধান্বিত, বহুধাবিভক্ত ও কুণ্ঠিত এক ব্যক্তিত্ব যে প্রিয় নারীকে বলতে পারে না 'ভালোবাসি'।
- অব্যক্ততার ব্যর্থতাই T.S. Eliot এর এই কবিতাটিকে আধুনিক কবিতার শীর্ষে স্থান দিয়েছে।