‘বেগম পত্রিকা’র প্রতিষ্ঠাতা সম্পাদিকা কে ছিলেন?

A হেনা দাঁস

B সুলতানা কামাল

C সুফিয়া কামাল

D নূরজাহান

Solution

Correct Answer: Option C

- বাংলা ভাষায় নারী সম্পাদিত প্রথম সচিত্র পত্রিকা 'বেগম'।
- সাহিত্য ক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে বেগম সুফিয়া কামালের সম্পাদনায় এবং 'সওগাত' পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন এর সহযোগিতায় ২০ জুলাই, ১৯৪৭ সালে কলকাতা থেকে 'বেগম' পত্রিকা প্রকাশিত হয়।
- পরবর্তীতে নূরজাহান বেগম পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৫০ সালে এর কার্যালয় ঢাকায় স্থানান্তর করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions