‘বিস্ময়াপন্ন’ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
A বিস্ময় দ্বারা আপন্ন
B বিস্ময়কে আপন্ন
C বিস্ময়ে যে আপন্ন
D বিস্ময়ে আপন্ন
Solution
Correct Answer: Option B
- সমাস অর্থ শব্দ সংক্ষেপণ ।
- পূর্বপদের দ্বিতীয় বিভক্তি 'কে' লোপ পেয়ে যে সমাস হয় সেটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস ।
- বিস্ময়কে আপন্ন- 'কে' লোপ করে হয় বিস্ময়াপন্ন ।