বাংলা ভাষায় ব্যঞ্জণবর্ণ কয়টি?

A ২৯টি

B ৩৯টি

C ১৯টি

D ৪৯টি

Solution

Correct Answer: Option B

বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা ৫০টি। মাত্রাভেদে বা মাত্রার ভিত্তিতে এই বর্ণগুলোকে তিন ভাগে ভাগ করা যায়: পূর্ণ মাত্রা, অর্ধ মাত্রা এবং মাত্রাহীন বর্ণ। এর মধ্যে অর্ধ মাত্রার বর্ণের সংখ্যা ৮টি।

- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি (স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জনবর্ণ ৩৯টি)।
- এর মধ্যে পূর্ণ মাত্রার বর্ণ ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জনবর্ণ ২৬টি)।
- অর্ধ মাত্রার বর্ণ ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জনবর্ণ ৭টি)।
- মাত্রাহীন বর্ণ ১০টি (স্বরবর্ণ ৪টি + ব্যঞ্জনবর্ণ ৬টি)।

উদাহরণ:
• অর্ধ মাত্রার স্বরবর্ণ ১টি: ঋ।
• অর্ধ মাত্রার ব্যঞ্জনবর্ণ ৭টি: খ, গ, ণ, থ, ধ, প, শ।
• মোট অর্ধ মাত্রার বর্ণ = ১ + ৭ = ৮টি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions