Solution
Correct Answer: Option B
- ভাষার মূল উপাদান হলো শব্দ বা word।
- শব্দের ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি বা Sound।
- মানুষের বাগযন্ত্র বা বাকপ্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ধ্বনির লিখিত রূপ বা প্রতীককে বলা হয় বর্ণ।
- এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে।
• উদাহরণ:
যেমন- ‘কলম’ একটি শব্দ। একে বিশ্লেষণ করলে ক্+অ+ল্+অ+ম্+অ = ৬টি ধ্বনি বা বর্ণ পাওয়া যায়। এই প্রতিটিই হলো শব্দের ক্ষুদ্রতম অংশ বা একক।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- পদ: বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক-একটি পদ। অর্থাৎ, শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তাকে পদ বলা হয়, এটি শব্দের ক্ষুদ্রতম অংশ নয়।
- কারক: বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। এটি ব্যাকরণের একটি ভিন্ন আলোচ্য বিষয়।
- বাক্য: মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার মাধ্যমকে বাক্য বলে। বাক্য গঠিত হয় একাধিক শব্দের সমন্বয়ে।