৯ : ১৬ অনুপাতটির ব্যস্ত অনুপাত কোনটি?

A ১৬ : ৯

B ৩ : ৪

C ৪ : ৩

D কোনটিই নয়।

Solution

Correct Answer: Option A

আমরা জানি, সরল অনুপাতের পূর্বরাশিকে উত্তররাশি এবং উত্তররাশিকে পূর্বরাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত (Inverse Ratio) বলে।

এখানে প্রদত্ত অনুপাতটি হলো = ৯ : ১৬
এই অনুপাতের পূর্বরাশি = ৯ এবং উত্তররাশি = ১৬।
সুতরাং, ৯ : ১৬ এর ব্যস্ত অনুপাত হবে = ১৬ : ৯

শর্টকাট টেকনিক:
যেকোনো অনুপাতের সংখ্যাগুলোকে উল্টিয়ে দিলেই ব্যস্ত অনুপাত পাওয়া যায়।
যেমন: $a : b$ এর ব্যস্ত অনুপাত $b : a$।
তাই, ৯ : ১৬ $\rightarrow$ ১৬ : ৯

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions