If 3 < x < 7 and 5 > y > 2 which of the following must be true?
Solution
Correct Answer: Option D
ক) x + y > 8
x এর সর্বনিম্ন মান = 3 (একটু বেশি)
y এর সর্বনিম্ন মান = 2 (একটু বেশি)
তাই x + y এর সর্বনিম্ন মান ≈ 5
সুতরাং x + y সবসময় 8 এর বেশি হবে না
এটি অবশ্যই সত্য নয়
খ) x - y > 0
x পারে = 4
y পারে = 4
এক্ষেত্রে x - y = 0
সুতরাং x - y সবসময় 0 এর বেশি হবে না
এটি অবশ্যই সত্য নয়
গ) x - 2y < 2
x এর সর্বোচ্চ মান = 7 (একটু কম)
y এর সর্বনিম্ন মান = 2 (একটু বেশি)
x - 2y এর সর্বোচ্চ মান ≈ 7 - 2(2) = 3
সুতরাং x - 2y সবসময় 2 এর কম হবে না
এটি অবশ্যই সত্য নয়
ঘ) 2x - y > 1
x এর সর্বনিম্ন মান = 3 (একটু বেশি)
y এর সর্বোচ্চ মান = 5 (একটু কম)
2x - y এর সর্বনিম্ন মান ≈ 2(3) - 5 = 1
যেকোনো অবস্থায় 2x - y > 1 হবে
এটি অবশ্যই সত্য
সুতরাং উত্তর, ঘ) 2x - y > 1