Solution
Correct Answer: Option C
- ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকা শহর প্রতিষ্ঠা করেন।
- তিনি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন।
- তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন ‘জাহাঙ্গীর নগর’।
- ইসলাম খান চিশতি ছিলেন মুঘল আমলের বাংলার একজন বিখ্যাত সুবেদার বা প্রাদেশixক শাসক।
- ঢাকা শহর প্রতিষ্ঠার ফলে এই অঞ্চলটি রাজনীতি ও বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।