তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ কেমন হবে?
Solution
Correct Answer: Option B
- অর্ধপরিবাহী হলো এমন এক ধরনের পদার্থ, যাদের তড়িৎ পরিবাহিতা পরিবাহী (যেমন তামা) এবং অন্তরক (যেমন কাঠ) এর মাঝামাঝি।
- সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ।
- সাধারণ তাপমাত্রায় বা খুব কম তাপমাত্রায় বিশুদ্ধ অর্ধপরিবাহী অনেকটা অন্তরকের (insulator) মতো আচরণ করে।
- তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর পরমাণুর ভেতরের সমযোজী বন্ধন (covalent bonds) ভেঙে যায়।
- এই বন্ধন ভাঙার ফলে প্রচুর সংখ্যক মুক্ত ইলেকট্রন এবং হোল (hole) সৃষ্টি হয়, যা বিদ্যুৎ পরিবহনে অংশ নেয়।
- মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ প্রবাহ সহজ হয়, ফলে আপেক্ষিক রোধ (resistivity) বা রোধ কমে যায়।
- পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে ঠিক উল্টো ঘটে অর্থাৎ তাপমাত্রা বাড়লে রোধ কমে।