তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?
Solution
Correct Answer: Option D
- তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে ইলেক্ট্রোপ্লেটিং (Electroplating) বা তড়িৎ লেপন বলে।
- সাধারণত লোহা বা অন্য কোনো ধাতুর তৈরি জিনিসকে মরিচা ধরা থেকে রক্ষা করতে বা দীর্ঘস্থায়ী করতে এবং সৌন্দর্য বৃদ্ধি করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়।
- এই প্রক্রিয়ায় যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড হিসেবে এবং যে বস্তুর ওপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়।
- কোনো ধাতুর ওপর জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং (Galvanizing) বলে, যা এক ধরনের বিশেষ ইলেক্ট্রোপ্লেটিং।
- রাবারের স্থায়িত্ব ও স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য রাবারের সাথে সালফার মেশানোর প্রক্রিয়াকে ভলকানাইজিং (Vulcanizing) বলে।