সঠিক বানান নির্ণয় করুন।

A ভস্মীভূত

B ভস্মীভুত

C ভষ্মীভূত

D ভষ্মীভুত

E কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

বাংলা ব্যাকরণের ‘সাৎ’ বা ‘ভব’ প্রত্যয়ের নিয়ম অনুযায়ী, কোনো কিছু হয়ে যাওয়া অর্থে বিশেষণের শেষে যদি ‘ভূত’ শব্দটি যুক্ত হয়, তবে পূর্বপদের অন্তস্থিত ‘অ’-কার বা ‘আ’-কার থাকলে তা ‘ঈ’-কার হয়ে যায়। এই নিয়মটিকে ‘চ্বি’ প্রত্যয় বা ‘চ্বি-ভবন’ বলা হয়।

মূল শব্দটি হলো ‘ভস্ম’ (অর্থ: ছাই)। যখন এটি ‘ভূত’ (হয়েছে এমন) শব্দের সাথে যুক্ত হয়ে সন্ধি বা সমাসবদ্ধ হয়, তখন ‘ভস্ম’ শব্দের শেষের ‘অ’ ধ্বনিটি দীর্ঘ-ঈ-কারে (ী) পরিণত হয়।
সুতরাং গঠনটি হলো:
ভস্ম + ভূত = ভস্মীভূত

উদাহরণ:
- ভস্ম + ভূত = ভস্মীভূত (পুড়ে ছাই হয়ে যাওয়া)
- ঘনী + ভূত = ঘনীভূত
- পুঞ্জী + ভূত = পুঞ্জীভূত
- দুরী + ভূত = দূরীভূত
- বাষ্পী + ভূত = বাষ্পীভূত

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions