Solution
Correct Answer: Option A
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী সঠিক বানান হলো মুহুর্মুহু।
- শব্দটির উৎপত্তি সংস্কৃত 'মুহুঃ' শব্দ থেকে, যার অর্থ বারবার বা ক্ষণে ক্ষণে।
- সন্ধির নিয়মানুসারে: মুহুঃ + মুহুঃ = মুহুর্মুহু। এখানে বিসর্গ (ঃ) সন্ধির ফলে রেফ (র্) এ পরিণত হয়েছে এবং পরবর্তী বর্ণের (ম) মাথায় বসেছে।
- শব্দটিতে সবগুলো উ-কার হবে হ্রস্ব উ-কার ( ু )। কোনো দীর্ঘ উ-কার ( ূ ) ব্যবহৃত হবে না।