Solution
Correct Answer: Option D
বাংলা ভাষায় ব্যবহৃত বিশিষ্টার্থক শব্দগুচ্ছ বা যেসব শব্দসমষ্টির আক্ষরিক অর্থ না বুঝিয়ে ভিন্ন কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, তাকে বাগধারা বলে। ‘হাত-ভারি’ একটি জনপ্রিয় বাগধারা, যার বিশেষ অর্থ হলো কৃপণ বা ব্যয়কুণ্ঠ। যার হাত দিয়ে সহজে টাকা বা দান বের হতে চায় না, তাকেই আলঙ্কারিক অর্থে 'হাত-ভারি' বলা হয়।
* বাগধারা: শব্দের আভিধানিক অর্থকে ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করলে তাকে বাগধারা বা বিশিষ্টার্থক শব্দ বলে।
* বাগধারা ভাষার সৌন্দর্য ও প্রকাশের ক্ষমতা বৃদ্ধি করে।
* ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, “দেশীয় রীতিনীতি বা ইতিহাসের ইঙ্গিতে যে শব্দ বা বাক্যাংশ বিশেষ অর্থ প্রকাশ করে, তাকে বাগধারা বলে।”
• উদাহরণ:
* লোকটির অনেক টাকা থাকলেও স্বভাবটি একদম হাত-ভারি (কৃপণ)।