Choose the option opposite in meaning to the original word 'EXORBITANT'-
Solution
Correct Answer: Option B
- ‘Exorbitant’ শব্দটির অর্থ হলো ‘অত্যধিক’, ‘অতিরিক্ত’ বা ‘মাত্রাতিরিক্ত’ (বিশেষ করে দাম বা মূল্যের ক্ষেত্রে)।
- এই শব্দটির সমার্থক শব্দ বা Synonyms হতে পারে Excessive, High, Outrageous ইত্যাদি।
- প্রদত্ত অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করলে পাওয়া যায়:
- Hyperbole: অতিরঞ্জন বা বাড়িয়ে বলা।
- Reasonable: যৌক্তিক, ন্যায্য বা পরিমিত।
- Extravaganza: আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা নাটক।
- Conscientious: বিবেকবান বা কর্তব্যপরায়ণ।
- Access: প্রবেশাধিকার।
- যেহেতু ‘Exorbitant’ দ্বারা মাত্রাতিরিক্ত বা অন্যায্য দাম বুঝায়, তাই এর বিপরীত বা Antonym হিসেবে ‘Reasonable’ (যৌক্তিক বা ন্যায্য) শব্দটিই সঠিক।