Who is now the market leader in EVs (pure electric and plug in hybrids) sales across the world?
Solution
Correct Answer: Option C
- বিশুদ্ধ বৈদ্যুতিক এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ি মিলিয়ে BYD এখন বিশ্বের শীর্ষ ইলেকট্রিক ভেহিকেল (EV) নির্মাতা প্রতিষ্ঠান।
- ২০২৩ সালের শেষ প্রান্তিকে টেসলার বিক্রিকে টপকে চিনের এই কোম্পানিটি বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন মাইলফলক স্পর্শ করেছে।
- যদিও শুধু বিশুদ্ধ ইলেকট্রিক গাড়ির (BEV) ক্ষেত্রে টেসলা এখনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, তবে সামগ্রিক EV বিক্রিতে (BEV + PHEV) BYD সবাইকে ছাড়িয়ে গেছে।
- BYD বা 'Build Your Dreams' একটি চিনা অটোমোবাইল প্রস্তুতকারক কোম্পানি যা আন্তর্জাতিক বাজারে খুব দ্রুত প্রসার লাভ করছে।
- টয়োটা এবং ফোক্সওয়াগেন তাদের হাইব্রিড এবং বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়ালেও বর্তমানে এই দৌড়ে BYD- এর চেয়ে পিছিয়ে আছে।