Solution
Correct Answer: Option B
- ২০২৫ সালে COP30 সম্মেলন ব্রাজিলের বেলেম (Belem) শহরে অনুষ্ঠিত হবে।
- ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা (Luiz Inacio Lula da Silva) এই ঘোষণাটি দেন।
- এই সম্মেলনটি অ্যামাজন বা আমাজন রেইনফরেস্ট অঞ্চলের কাছে অনুষ্ঠিত হবে, যা জলবায়ু পরিবর্তনের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- COP এর পূর্ণরূপ হলো Conference of the Parties।
- এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বার্ষিক সম্মেলন, যেখানে বিশ্বের নেতারা পরিবেশ ও জলবায়ু সমস্যা নিয়ে আলোচনা করেন।