Which is the most populous city in the world?
Solution
Correct Answer: Option A
- বিশ্বের সর্বাধিক জনবহুল শহর হলো জাপানের রাজধানী টোকিও, যার জনসংখ্যা ৩৭ মিলিয়নেরও বেশি।
- তবে অনেক সময় শহরের সীমানা এবং মেট্রোপলিটন এলাকার সংজ্ঞার ওপর ভিত্তি করে জাকার্তা (ইন্দোনেশিয়া) কে বিশ্বের অন্যতম জনবহুল শহর হিসেবে গণ্য করা হয়।
- জাকার্তার মেট্রোপলিটন এলাকা বা 'জাবোতাবেক' (Jabodetabek) এর জনসংখ্যা প্রায় ৩৩ মিলিয়ন, যা একে টোকিওর পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগরী করে তোলে।
- সাম্প্রতিক কিছু জরিপ অনুযায়ী অপশনের অন্যান্য শহর যেমন বেইজিং, নিউইয়র্ক বা ঢাকার তুলনায় জাকার্তার জনসংখ্যা বেশি।
- তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে জাকার্তা সর্বাধিক জনবহুল শহর হিসেবে সঠিক উত্তর হবে।