The shortest day in Dhaka in 2025 was on _____

A June 21

B October 29

C November 22

D December 21

E December 22

Solution

Correct Answer: Option D

- উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ২১ ডিসেম্বর কারণ এইদিন সূর্য বিষুবরেখা থেকে সবচেয়ে দূরবর্তী দক্ষিণ বিন্দুতে অর্থ্যাৎ মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে।
- বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, তাই বাংলাদেশের জন্যও ২১ ডিসেম্বর দিনটিই বছরের সবচেয়ে ছোট দিন হিসেবে গণ্য হয়।
- ভৌগোলিকভাবে এই দিনটিকে দক্ষিণ অয়নান্ত বা Winter Solstice বলা হয়।
- এই সময়ে দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে ফলে সেখানে দিন সবচেয়ে বড় এবং রাত ছোট হয়, ঠিক এর বিপরীত অবস্থা ঘটে উত্তর গোলার্ধে।
- উল্লেখ্য, উত্তর গোলার্ধে ২১ জুন তারিখে দিন সবচেয়ে বড় হয়, যাকে গ্রীষ্ম অয়নান্ত বা Summer Solstice বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions