The shortest day in Dhaka in 2025 was on _____
Solution
Correct Answer: Option D
- উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ২১ ডিসেম্বর কারণ এইদিন সূর্য বিষুবরেখা থেকে সবচেয়ে দূরবর্তী দক্ষিণ বিন্দুতে অর্থ্যাৎ মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে।
- বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, তাই বাংলাদেশের জন্যও ২১ ডিসেম্বর দিনটিই বছরের সবচেয়ে ছোট দিন হিসেবে গণ্য হয়।
- ভৌগোলিকভাবে এই দিনটিকে দক্ষিণ অয়নান্ত বা Winter Solstice বলা হয়।
- এই সময়ে দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে ফলে সেখানে দিন সবচেয়ে বড় এবং রাত ছোট হয়, ঠিক এর বিপরীত অবস্থা ঘটে উত্তর গোলার্ধে।
- উল্লেখ্য, উত্তর গোলার্ধে ২১ জুন তারিখে দিন সবচেয়ে বড় হয়, যাকে গ্রীষ্ম অয়নান্ত বা Summer Solstice বলা হয়।