Solution
Correct Answer: Option D
ভাষার ক্ষুদ্রতম উপাদান ‘ধ্বনি’ হলেও উচ্চারণের একক হচ্ছে ‘অক্ষর’ বা Syllable। কোনো শব্দের যতটুকু অংশ এক ঝোঁকে বা একটানে উচ্চারণ করা যায়, তাকে অক্ষর বলে। অনেকেই 'বর্ণ' এবং 'অক্ষর'-কে এক মনে করেন, কিন্তু ব্যাকরণগতভাবে এরা ভিন্ন। যেমন- ‘বন্ধন’ শব্দটিতে বর্ণ আছে ৫টি (ব্+অ+ন্+ধ্+অ+ন্), কিন্তু অক্ষর আছে ২টি (বন্+ধন্); কারণ শব্দটি আমরা দুই ঝোঁকে উচ্চারণ করি।
- ভাষা: বাগযন্ত্র বা বাকপ্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ভাষা মানুষের ভাবের বাহন।
- ভাষার মূল উপাদান: ধ্বনি।
- ভাষার মূল উপকরণ: বাক্য।
- ভাষার ক্ষুদ্রতম একক: ধ্বনি।
- শব্দের ক্ষুদ্রতম একক: ধ্বনি বা বর্ণ।
- উচ্চারণের একক: অক্ষর (Syllable).
• উদাহরণ:
‘বাংলাদেশ’ শব্দটিতে অক্ষর আছে ৩টি। যেমন- বাং+লা+দেশ। এখানে ৩টি ঝোঁকে শব্দটি উচ্চারিত হয়েছে।