He said nothing _____ a long time.
Solution
Correct Answer: Option C
- প্রদত্ত বাক্যে ‘He said nothing ______ a long time’ এর শূন্যস্থানে সঠিক preposition টি হলো 'for'।
- ইংরেজি গ্রামার অনুযায়ী, ‘a long time’ একটি অনির্দিষ্ট সময়ের ব্যাপ্তি (period of time) নির্দেশ করে।
- যখন কোনো নির্দিষ্ট সময়ের নাম না উল্লেখ করে শুধুমাত্র সময়ের পরিমাণ বা ব্যাপ্তি বোঝানো হয়, তখন তার আগে 'for' ব্যবহৃত হয়।
- উদাহরণস্বরূপ: for two hours, for a long time, for five days ইত্যাদি।
- অন্যদিকে, ‘since’ ব্যবহৃত হয় যখন কোনো কাজের শুরুর নির্দিষ্ট সময় (point of time) উল্লেখ থাকে, যেমন: since morning, since 1990।
- তাই বাক্যের অর্থ ও গ্রামাটিক্যাল গঠন অনুযায়ী সঠিক উত্তরটি হলো 'for'।