Bangladesh is rich _____ natural gas.
Solution
Correct Answer: Option B
- Appropriate Preposition এর নিয়ম অনুযায়ী Rich এর পরে in বসে।
- যখন কোনো স্থান বা ব্যক্তি কোনো নির্দিষ্ট সম্পদে বা গুণে সমৃদ্ধ বোঝায়, তখন "Rich in" ব্যবহৃত হয়।
- এই বাক্যে "Bangladesh is rich in natural gas" অর্থ হলো "বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ"।
- যদি অন্য অপশনগুলো দেখি, তবে Rich of, Rich on বা Rich for সাধারণ ব্যাকরণ অনুযায়ী সঠিক নয়।
- তাই বাক্যের অর্থ ও ব্যাকরণগত নিয়ম অনুসারে সঠিক উত্তর হলো 'in'।