Solution
Correct Answer: Option B
- ফিনিশীয় সভ্যতা খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর পূর্বে বর্তমান লেবানন ও ভূমধ্যসাগরের মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিলো।
- প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সর্বশ্রেষ্ঠ অবদান হলো বর্ণমালা বা লিখন পদ্ধতি উদ্ভাবন।
- ফিনিশীয়রা মোট ২২টি ব্যঞ্জনবর্ণ উদ্ভাবন করেছিল, যা পরবর্তীতে আধুনিক বর্ণমালার ভিত্তি স্থাপন করে।
- তাদের উদ্ভাবিত এই ব্যঞ্জনবর্ণগুলোর সাথে পরবর্তীতে গ্রিকরা স্বরবর্ণ যোগ করে বর্ণমালাকে সম্পূর্ণ রূপ দান করে।
- টায়ার ও সিডন ছিল ফিনিশিয়ার দুটি বিখ্যাত সমুদ্রবন্দর এবং তারা নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে ইতিহাসে বিখ্যাত ছিল।
- তারা ব্যবসা-বাণিজ্যে অত্যন্ত দক্ষ ছিল এবং ইউরোপীয়রা তাদের কাছ থেকেই কাগজ, কলম ও কালির ব্যবহার শিখেছিল।