'আমার আশীর্বাদ নিও।'- বাক্যটি কোন কালের?

A অনুজ্ঞা বর্তমান

B সাধারণ বর্তমান

C নিত্য অতীত

D সাধারণ অতীত

Solution

Correct Answer: Option A

- বক্তা যখন বর্তমান কালে শ্রোতাকে দিয়ে কিছু করাতে চায় তখন ক্রিয়ার যে রূপ ব্যবহৃত হয় তাকে অনুজ্ঞা বর্তমান বা বর্তমান অনুজ্ঞা বলে।
- আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, আশীর্বাদ প্রভৃতি বোঝাতে মধ্যম ও নামপুরুষে বর্তমান কালের যে রূপ হয়, তাই-ই অনুজ্ঞা বর্তমান।
- প্রদত্ত বাক্যে 'নিও' ক্রিয়াপদটি দ্বারা বক্তা শ্রোতাকে আশীর্বাদ গ্রহণ করার নির্দেশনা বা ইচ্ছা প্রকাশ করছেন, যা অনুজ্ঞা বর্তমানের একটি প্রকৃষ্ট উদাহরণ।

উদাহরণ:
- তুমি কাজটি করো। (আদেশ)
- আমাকে এক গ্লাস পানি দাও। (অনুরোধ)
- তোমরা সুখী হও। (আশীর্বাদ)
- সদা সত্য কথা বলবে। (উপদেশ)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions