Solution
Correct Answer: Option A
- যে ক্রিয়া একজনের প্রযোজনায় বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে।
- অর্থাৎ, কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়, তখন তাকে প্রযোজক ক্রিয়া বলা হয়।
- সংস্কৃত ব্যাকরণে একে ‘ণিজন্ত ক্রিয়া’ বলা হয়।
- প্রযোজক ক্রিয়ায় দুটি কর্তা থাকে:
১. প্রযোজক কর্তা: যে অন্যকে কাজে নিয়োজিত করে (মূল কর্তা)।
২. প্রযোজ্য কর্তা: যাকে দিয়ে কাজটি করানো হয় (যাকে নিয়োজিত করা হয়)।
• উদাহরণ:
- মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। (এখানে 'মা' প্রযোজক কর্তা, 'শিশু' প্রযোজ্য কর্তা এবং 'দেখাচ্ছেন' হলো প্রযোজক ক্রিয়া।)
- সাপুড়ে সাপ খেলাচ্ছে। (সাপুড়ে নিজে খেলছে না, সাপকে দিয়ে খেলাচ্ছে।)
- শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন।